আশাশুনি প্রতিবেদক : “মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন” এই শ্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সিংহের মাঠে চারদলীয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বৈকরঝুটি অনির্বাণ যুব সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শোভনালী ইউপি চেয়ারম্যান প্রার্থী শম্ভুজিত মন্ডল। আকর্ষণীয় এই খেলার উদ্বোধনীতে আশাশুনি উপজেলার কাদাকাটি ফুটবল একাদশ ও গোদাড়া ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধে কাদাকাটি ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হয়। নির্ধারিত সময়ের মধ্যে উভয়দল আর কোন গোলের দেখা পায়নি। ফলে কাদাকাটি ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে গোদাড়া ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আকর্ষণীয় এই খেলাটি পরিচালনা করেন, আবু ওয়াহিদ বাবলু, আছাদুল হক, শিমুল হোসেন ও ইয়াছিন আরাফাত। ধারাভাষ্যে ছিলেন, আছাদুল ইসলাম ও আশরাফ হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান ডালিম, ইউপি সদস্য আজিজুল ইসলাম, আব্দুল হান্নান পাড়, আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করিম মোড়ল, সাজ্জাদ হোসেনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।