অশাশুনি ব্যুরো: আশাশুনির শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামে চন্দ্র শেখর হত্যা মামলার আসামী মোবাশে^র হোসেনকে আটক করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম করিব জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৈকরঝুটি গ্রামের মজিদ মোড়লের পুত্র হত্যাকারী মোবাশে^র হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যার সময় ব্যবহৃত চন্দ্র শেখরের জুতা, লুঙ্গী, মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়েছে। চন্দ্র শেখর হত্যার পর মঙ্গলবার অজ্ঞাতনামা আসামী করে চন্দ্র শেখরের পিতা শংকর সরকার বাদী হয়ে আশাশুনি থানায় ২৩(১০)২০২০নং ৩০২, ২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যার পর থেকেই থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ফোর্স গোয়েন্দা নজরদাবী বাড়িয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীকে সনাক্ত করে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, বৈকরঝুটি গ্রামের শংকর সরকারের পুত্র চন্দ্র শেখর সরকার (২১) বাড়ীর পাশর্^বর্তী চারানী বিলে মৎস্য ঘের করে। প্রতিদিনের ন্যায় রাত্রে বাড়ী থেকে চারানী বিলে তার মৎস্য ঘেরে যায়। গত সোমবার সকালে বাড়ী ফিরতে দেরি করলে বাড়ীর লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ঘেরের পানির মধ্য থেকে চন্দ্র শেখরের লাশের সন্ধান পায়। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশের ছুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করেন। ঐ দিনই অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, এএসপি সার্কেল আলহাজ¦ ইয়াছিন আলী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, পিবিআই কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।