
আশাশুনি ব্যুরো : আশাশুনিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯ টায় আশাশুনি গাছতলা এসডিএফ অফিসে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মরহুম আব্দুস সাত্তার ও তার সহধর্মিণীর স্মরণে আয়োজিত ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালী পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ঔষধ, কালো চশমা, যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। ছানি অপারেশন করানোর জন্য বাছাইকৃত রোগিদের সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহবায়ক গ্রাম ডাক্তার মফিজুল ইসলাম লিংকন। বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব গ্রাম ডাক্তার রাশিদুজ্জামান। সার্বিক সহযোগিতা করেন যুগ্ম আহবায়ক গ্রাম ডাক্তার আরমিন হোসেন, গ্রাম ডাক্তার বিদ্যুৎ চক্রবর্তী ও গ্রাম ডাক্তার গোলাম ইয়াসিন, সদস্য গ্রাম ডাক্তার শেখ খলিফাতুল্লাহ প্রমুখ। চিকিৎসা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার ডাঃ সোহানুর রহমান। সহযোগিতা করেন মোঃ আরাফাত হোসেন, নুরুল আমিন, আজিজুল হক, হোসেন আলী, আরাফাত হোসেন, আসমা খাতুন, মহুয়া সুলতানা, নিশি খাতুন প্রমুখ।