নিজস্ব প্রতিবেদক: আশাশুনির মহিষাডাঙ্গায় স্বত্ত্বদখলীয় জমির গাছ কাটায় বাধা দেওয়ায় ২ নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে সুজিত সরকার বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
থানায় লিখিত এজাহার ও ভুক্তভোগী সুত্রে প্রকাশ আশাশুনির মহিষাডাঙ্গায় খোকন সরকার ও ভবেন্দ্রনাথ বিশ্বাস পরষ্পর প্রতিবেশী। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে খোকন সরকার ও তার পত্র সুজিত সরকার বাড়িতে না থাকার সুযোগে ভবেন্দ্রনাথ বিশ্বাস তার দুই পুত্র দেবব্রত বিশ্বাস, উত্তম বিশ্বাস ও স্ত্রী বিউটি খোকন সরদারের বসত ভিটায় প্রবেশ করে গাছ গাছালি কাটতে থাকে। এসময় খোকন সরদারের স্ত্রী কবিতা সরকার (৬২) ও পুত্রবধু সুভদ্রা সরকার (৩২) গাছ কাটায় বাধা দিলে ভবেন্দ্র বিশ্বাস, তার স্ত্রী ও পুত্ররা মিলে দেশীয় অস্ত্র দ্বারা কবিতা সরকার ও সুভদ্রাকে এলাপাতাড়ী মারপিট করে। এসময় খোকন সরদারের পুত্রবধু সুভদ্রাকে শ্লীলতাহানী ঘটায় দেবব্রত বিশ্বাস। এ ঘটনায় আহত কবিতা সরকার ও সুভদ্রা সরকার আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় খোকন সরকারের পুত্র সুজিত সরকার বাদী হয়ে ভবেন্দ্র বিশ্বাস, তার পুত্র দেবব্রত ও উত্তম বিশ্বাস, ভবেন্দ্রর স্ত্রী বিউটির নাম উল্লেখ করে আশাশুনি থানায় লিখিতএজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল উসলাম বলেন, “ এ বিষয়ে সুজিত সরকার বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।