আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগের নিমিত্তে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিটির সদস্য, আবেদনকারী, গন্যমান্যব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতে প্রকাশ্যে লটারী করা হয়।
উপজেলা খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য কর্মকর্তা, সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতির উপস্থিতিতে লটারী পরিচালনা করা হয়। উপজেলার ১০ ইউনিয়নে ৩৬ টি ডিলার নিয়োগের জন্য ১২০ জন আবেদন করেন। লটারীর মাধ্যমে ৩৬ জনকে নির্বাচিত করা হয়। উন্মুক্ত লটারীর মাধ্যমে স্বচ্ছভাবে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সকলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।