প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা কৃ্ষি অফিস থেকে বীজ বিতরন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে বসত বাড়িতে চাষযোগ্য শীতকালিন সবজি ও মাঠে চাষযোগ্য শীতকালিন সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মন্ডল। অনুষ্ঠানে ২৫০ জন কৃষককে বেগুন, পালনশাক, লাল শাক, মটর শুটি, লাউ, মুলা, বাটি শাক এর বীজ বিতরণ করা হয়। এসময় কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা আক্তার রুমা ও কৃষি সম্প্রসারন অফিসার বিমান বিহারী মন্ডল উপস্থিত ছিলেন। আগামী সোমবার ৪৪০ জন কৃষককে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.