বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে :আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ আশাশুনির আয়োজনে বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন চাষী আঃ কাদেরের ঘেরের আইলে সবজি টমেটো প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পরে একই প্রকল্পের আওতায় কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের হাবিবুল্লাহর ভুট্টার সাথে আন্তঃ ফসল হিসাবে লাল শাক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উভয় স্থানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এস এম খালিদ সাইফুল্লাহ ও কৃষি প্রকৌশলী হারুন অর রশিদ। অনুষ্ঠানে কৃষক আঃ কাদের, কৃষক হাবিবুল্লাহ প্রমুখ আলোচনা রাখেন।