আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে উপজেলা ভিত্তিক স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া কমিটির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এবিএম মোস্তকিম এর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সাধারণ সম্পাদক আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রস্ততি সভায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোস্তফা নাহিয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, এসআই নুর নবী, উপজেলার ৮টি সাবজোনের প্রধানগন উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় উপজেলা পর্যায়ে আসন্ন গ্রীষ্মকালীন ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতা আগামি মাসের ৭তারিখ থেকে আয়োজনসহ এ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।