
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং দ্য ওয়ার্ল্ড ব্যাংক ও আইএফএডির সহযোগিতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকাল ৪টায় বিভাগীয় এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, পার্টনার প্রোগ্রাম খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোছাদ্দেক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল আফসার মোর্তজা, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোসলেম উদ্দীন ও স্বপ্না রানী সরকার। সভায় প্রকল্পের আওতায় কার্যক্রমের স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন, প্রশিক্ষণ কাজে ব্যবহৃত সরঞ্জান ও পদ্ধতি উপস্থাপন ও প্রদর্শন করা হয়। কৃষকরা তাদের অভিজ্ঞতা ও ফলাফল তুলে ধরে কথা বলেন।