এম আর মাসুদ, আশাশুনি: আশাশুনিতে দু’দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশাশুনির আয়োজনে সোমবার (১৪ আগষ্ট) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ৩০ জন কৃষককে নিয়ে দু’দিনে কৃষকদেরকে কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।