আশাশুনি প্রতিবেদক:
আশাশুনিতে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০২১ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আশাশুনি সাবজোন কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮টি সাব জোনের বিজয়ী দল প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে বুধহাটা সাবজোন কাবাডি দল ও আশাশুনি সাবজোন কাবাডি দল অংশ নেয়। খেলায় ৪২-৩৬ পয়েন্টের ব্যবধানে আশাশুনি সাবজোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন, অরুন কুমার সানা, উত্তম কুমার মন্ডল, নিল কমল মন্ডল, আরিফ বিল্লাহ ও আলমগীর কবির। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আনিছুর রহমান। পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন।