আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজার, মানিকখালি ব্রীজ, মহেশ্বরকাটি, কুল্যার মোড়সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তিনি করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করা, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল স্বাস্থ্য বিধি মানার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং সচেতনতামূলক প্রচারে অংশগ্রহন করেন। মাস্ক ও লিফলেট বিতরণকালে এমটি ইপিআই (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে, করোনা প্রতিরোধে ভ্রাম্যমান প্রচারের অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি ভ্রাম্যমাণ ইজিবাইক মাইকের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলাব্যাপী প্রচার কার্যক্রম পরিচালনা করেন।