নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে করোনা ভাইরাস সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। করোনা প্রতিরোধে গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং শিশু ও কিশোর-কিশোরীদের যত্ন ও পুষ্টিবার্তা বিষয়ক উক্ত সচেতনামূলক প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ও সিভিল সোসাইটি এ্যালায়েন্স ফর স্কেলআপ নিউট্রিশন ইন বাংলাদেশ (সিএসএ-সান) এর সহযোগিতায় এবং বেসরকারী প্রতিষ্ঠান মৌমাছি’র বাস্তবায়নে সোমবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল হাটবাজার, ইউনিয়ণ পরিষদ, কমিউনিটি ক্লিনিক, ঔষধদের দোকান, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং কিশোর কিশোরীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উক্ত প্রচারনা কার্যক্রম বাস্তবায়নের পশ্চাতে দায়িত্ব পালন করছেন, উপজেলা স্বান্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদেষ্ণা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, স্বপন সরকার, তপন মিস্ত্রী প্রমুখ।