
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
শনিবার সকালে পরিচালিত ভ্রাম্যমান আদালতে মাস্ক না পরা, সামাজিক দুরত্ব না মানা ও হেলমেট না পরার অপরাধে কমলাপুর গ্রামের জাহাঙ্গীর গাজীর পুত্র সাইদ, রহিমের পুত্র ফিরোজ, জাহঙ্গীরের পুত্র জাহিদকে (মাস্ক না পরায়), গোয়ালডাঙ্গা গ্রামের আঃ খালেকের পুত্র ডালিমকে (হেলমেড না পরায়), ইজিবাইক চালক গোদাড়া গ্রামের আঃ রউফের পুত্র মুকুলকে সাড়ে ৪ শত টাকা জরিমানা করা হয়।
এছাড়া অনুমোদন বিবীন বিড়ি বিক্রির অপরাধে আশাশুনি গ্রামের আনিছুর রহমানের পুত্র রনিকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।