সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আশাশুনিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খোলা অডিটোরিয়ামে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এ শ্লোগান সামনে রেখে ভোর বেলা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষন সম্প্রচার করা হয়। সকাল সাড়ে ১০ টায় জাতীয় দিবস হিসেবে উদযাপনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি প্রমূখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, শিশুদের চিত্রাংকনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনে বঙ্গবন্ধুর ৭ মার্চ’র ভাষন ও দু’একটি কর্মসূচী সফল করার খবর পাওয়া গেছে।