
সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : আশাশুনিতে এনিজও সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, এনজিও ফ্রেন্ডসশীপের দিবাকর বিশ^াস, এসজেড ফাউন্ডেশনের সহিদুল ইসলাম, ন্যাজারিন মিশনের উত্তম দাশ, ওয়ার্ল্ড ভিশনের মেথিল্ডা মেন্ডিস, আইডিয়ালের সুব্রত বাছাড়, মৌসাছির সুশান্ত মল্লিক, পল্লী চেতনার কাজী বাবর আলি, পাথেয়’র পারভিন সুলতানা লিপি, ইডার ভবতোষ কুমার মন্ডল, সুশীলনের সেলিম রেজা, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।