প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
আশাশুনিতে এনজিও সমন্বয় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এনজিও সমন্বয়কারী ও এনজিও বারসিক এর উপজেলা ম্যানেজার আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাগ্রত যুব সংঘের গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমের তথ্য তুলে ধরে আলোচনা রাখেন, জেজেএস এর উপজেলা ম্যানেজার আব্দুর রহমান ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) নবপল্লব প্রকল্পের সুমাইয়া খাতুন। সভায় এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, আইডিয়ালের সুব্রত কুমার বাছাড়, ইএসডিও প্রকল্প ম্যানেজার শামছুল হক মৃধা, ফ্রেন্ডশীপের ফরিদ আহমেদ প্রমুখ আলোচনা রাখেন। সভায় এনজিও সমূহের কার্যক্রম জবাবদিহি, স্বচ্ছতার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সফল ও স্বার্থকভাবে পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.