
এসএম আলমগীর হোসেন: আশাশুনির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বুধবার (৭ ই মে) সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ সুন্দরবন এলাকায় বসবাসরত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা সুরক্ষা নিশ্চিতকরণ প্রকল্প ২ এর আওতায় দলিতের অর্থায়নে এ্যাডভোকেসী অনুষ্ঠিত। উক্ত সভায় প্রজেক্ট ম্যানেজার তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) ডাঃ! মোঃ আমিনুল কবির, প্রধান শিক্ষক সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উচ্চ বিদ্যালয় বড় দল ধর্মপল্লী আগষ্টিন গাইন,আরএমও ভারপ্রাপ্ত ডাঃ প্রসূন কুমার মন্ডল, প্রজেক্ট অফিসার হোসনেয়ারার সঞ্চালনায় বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন লক্ষ্মীখোলা কমিউনিটি ক্লিনিকের সেলিনা আক্তার, দলিত বুড়িয়া শিখন কেন্দ্রের(Lcmc )মনিকা বিশ্বাস, হেলথ মোবিলাইজার উত্তম রায়, সোশ্যাল মোবিলাইজার বরুন গাইন প্রমুখ।