আশাশুনি প্রতিবেদক: আশাশুনির সদরে একই দিনে সাংবাদিক সাহেব আলীর মেজ ভাইসহ তিন জন মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। আশাশুনি সদরের মরহুম আব্দুল মজিদ মোড়লের মেজ পুত্র ও সাংবাদিক এম এম সাহেব আলীর মেজ ভাই রুহুল আমীন মোড়ল (কাস্তু) (৫২) দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশাশুনি হাফিজিয়া মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন হাফেজ আরিফ বিল্লাহ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আনারুল ইসলাম। আগামী ২২ জানুয়ারী শুক্রবার মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাত অনুষ্ঠিত হবে।
একই দিনে সকাল ৭ টায় মরহুম নওশের আলী বিশ্বাসের পুত্র আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণীর কর্মচারী রফিকুল ইসলাম রফির ভাই নাটু বিশ্বাস (৩৪) স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা হাফেজ মিজানুর রহমান জানাযায় ইমামতি করেন। অপরদিকে সদরের মৃত শিবপদ সানার পুত্র চিংড়ী ব্যবসায়ী সুদর্শন সানা (৬০) স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। দুপুরে তার সৎকার সম্পন্ন হয়।