প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
আশাশুনিতে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি লিডার্স শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে লিডার্স শ্যামনগর সাতক্ষীরার বাস্তবায়নে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এ সভার আয়োজন করে। ফোরামের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোয়াদ্দার, সিনিঃ ফিল্ড ফ্যাসিলেটর সিরাজুল ইসলাম, সদস্য লিংকন আসলাম, বিমল কুমার মন্ডল, রতন অধিকারী, বনমালী দাশ, মারুফা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় লবণ পানির প্রভাব থেকে মিষ্টি পানির ফসল রক্ষা, ভূগর্ভের বালু উত্তোলন রোধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.