আশাশুনি ব্যুরো: আশাশুনিতে এসএসিপি রেইঞ্জ প্রকল্পের আওতায় যুবক/যুবতীদের জন্য দিনভর ইন্ডিভিজুয়াল মডেল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে উপজেলার ৩০ জন কৃষক/কৃষাণী অংশ গ্রহন করেন। উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (শস্য) ইকবাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, অতিঃ উপ পরিচালক (পিপি) মোঃ জামাল উদ্দীন। অনুষ্ঠানে এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম ও জাহানারা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুবক/যুবতিদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।