আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মরিচ্চাপ নদীর বেইলি ব্রিজ ভেঙে ইটবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে, ফলে আশাশুনি উপজেলা সদরের সাথে সাতক্ষীরার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইট বোঝাই ট্রাক মরিচ্চাপ সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে ইট বোঝাই ট্রাকটি নদীর চরে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা চার জনের কারও কোন ক্ষতি না হলেও ব্রিজে যাতয়াত বন্ধ হয়ে যায়। বিঘ্ন ঘটে সাতক্ষীরা-আশাশুনি মেইন সড়কে চলাচল রত জনগনের। সরেজমিনে দেখা গেছে, আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল । কোনরকম জোড়াতালি দিয়ে সড়ক ও জনপথ বিভাগ চলাচলের উপযোগী করে তোলে। দীর্ঘদিন ধরে ব্রিজ সংস্কারের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছিল এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ব্রিজের দুই পাশে সাইনবোর্ডের মাধ্যমে সতর্ক করা হয়েছিল ৫ টনের বেশি কোন যানবাহন ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারবে না। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্রিজে ১০ টনের বেশী মালামাল বহনে নিষেধাজ্ঞা জারী করলেও ইট ভাটার ট্রাক চালকরা সেটা মানেন না। সকালে উপজেলার শ্রীকলস গ্রামের আব্দুস সামাদের এমএমবি ইটভাটা থেকে প্রায় ১৮ টন ইট লোড নিয়ে ৩ টি ট্রাক সাতক্ষীরার দিকে রওয়ানা দেয়। এ সময় স্থানীয়রা সেতুর উপর দিয়ে না যাওয়ার জন্য ট্রাক চালকদের নিষেধ করেন। তার পরও তারা তাদের নিষেধ না শুনে ট্রাক গুলো নিয়ে ওই সেতুুর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দ্বিতীয় ট্রাকটি (যশোর ট ১১-১৭৬৫) ওই ব্রিজের মাঝামাঝি স্থানে যাওয়ার পর বিকটশব্দে ব্রিজের শীট ভেঙ্গে ইট সহ নদীর চরে আটকে যায়। পরে সেখানে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকের লোকজন তাদের ইট সরাতে দেখা যায়। বর্তমানে ব্রিজের শরু বীট দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাতক্ষীরা-আশাশুনি সড়কে পায়ে হেটে যাতায়াত করছেন সাধারন যাত্রীরা। ট্রাক ড্রাইভার সাতক্ষীরা শহরের ইটাগাছার নাইমুর রহমান জানান, তার ট্রাকে প্রায় ১৮ টন ইট বোঝাই ছিলো। তিনি আরো জানান, এরকম মালামাল নিয়ে তারা নিয়মিত যাওয়াত করে থাকলেও কোন সমস্যা হয়না। যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারন করানোর চেষ্টা চলছে বলে তিনি জানান। এ বিষয়ে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আশাশুনি মরিচ্চাপ নদীর উপর বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। কোনরকম সংস্কার করে এই উপজেলার সাথে সাতক্ষীরা জেলার যোগাযোগ রক্ষা করা হয়েছিল। কিন্তু ব্রিজে ভারী যানবাহন চলাচল নিষেধ এর পরেও অতিরিক্ত লোড নিয়ে ইট বোঝাই ট্রাক যাওয়ার ফলে বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় এ জনপদের মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। আমি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন তিন থেকে চার দিনের মধ্যে ব্রিজটি মেরামত করা এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন যত দ্রুত সম্ভব ভাঙ্গা যাওয়া স্থানটি পূর্ন সংস্কার করে জন সাধারন চলাচলের উপযোগী করা হবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থান পরিদর্শন করেছেন। তিনি ভাটা ও ট্রাক মালিকের সাথে কথা বলেছেন, ব্রিজের ভাঙ্গন স্থান সংস্কার করে দ্রুত চালু করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।