
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রুপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের মাধ্যমে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহর সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন ও উন্নয়ন পরিকল্পনার উপর হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের কো- অর্ডিনেটর (ক্যাপাসিটি বিল্ডিং) জোহরা খাতুন ও কো-অর্ডিনেটর (সাব ডিস্টিক্ট লিয়াজোঁ) খায়রুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শাহিনুর ইসলামসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, ৯টি সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালায় খাতওয়ারী বিভাজন, পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন আন্তঃখাত, বিভিন্ন কমিটি, প্রতিষ্ঠানিক কমিটি গঠন ও উন্নয়ন পরিকল্পনার আওতাভুক্ত নয় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়।