প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র ্যালী বের করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, টিটিসি সাতক্ষীরার প্রশিক্ষক মেহদী হাসান। একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে পিআইও আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, সৌদি ফেরৎ আশাশুনির তাছলিমা খাতুন, সিঙ্গাপুর প্রবাসী আশাশুনির তরিকুল ইসলাম, বলাবাড়িয়ার রেমিটেন্সযোদ্ধা ভগিরথ মন্ডল প্রমুখ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.