জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় থানার এসআই ফিরোজ হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান আনুলিয়া রুহুল কুদ্দুছ, শোভনালী মাওঃ আবু বক্কর, প্রতাপনগর হাজী আবু দাউদ ঢালী, কুল্যা ওমর ছাকি পলাশ, প্যানেল চেয়ারম্যান শ্রীউলা নজরুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আতাহার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। সভায় অনলাইন জুয়া, বিভিন্ন স্থানে চুরি ও অজ্ঞান করে চুরিসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।