প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
আশাশুনিতে আইডিয়ালের উদ্যোগে প্রতিবন্ধীতা বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্দ্যেগে প্রতিবন্ধীতার প্রাথমিক সনাক্তকরন এবং প্রাথমিক হস্তক্ষেপ এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ২৮/০৭/২০২৫ সকাল ১০ , আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হল রুম আশাশুনি,সাতক্ষীরা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লিলিয়ান ফন্ডস্ নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন স্বাহ্য ও পরিবার পরিকল্পনার সি এইস সি পি,স্বাহ্য সহকারী, এবং সিনিয়র স্ট্যাপ নার্স প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুর জ্জামান এবং সহযোগিতায় ছিলেন সিবিয়ার অফিসার করবী স্বর্নকার উপস্হিত ছিলেন সিবিআর ফ্যাসিলেটর সাইজুল ইসলাম । প্রশিক্ষণে প্রতিবন্ধীত্ কি? প্রতিবন্ধীতার প্রকারভেদ কি কি? প্রতিবন্ধীতার কারণ , প্রাথমিক অবস্থায় কি ভাবে প্রতিবন্ধীতা সনাক্ত করবো এবং প্রাথমিক পদক্ষেপগুলো কি হবে এসকল বিষয় গুলো প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থিতি সকলের অংশগ্রহনের মাধ্যমে সু-স্পষ্ট ধারনা প্রদান করেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.