আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হওয়া প্রশিক্ষণার্থীদের আশাশুনি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সরেজমিনে চাহিদা মোতাবেক সার্টিফিকেট যাচাই ও মাপযোগ অন্তে বাছাই করা হয়। বাছাই কার্য পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা বিউটি। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষিকা খাদিজা খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডারবৃন্দ এবং প্রশিক্ষনার্থীবৃন্দ। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ২১ দিন ব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে আশাশুনি উপজেলা থেকে মোট ১০ জন প্রশিক্ষণার্থী বাছাই করা হয়েছে।