কাদাকাটি প্রতিবেদক: আশাশুনিতে সাবেক ইউপি সদস্যের অফিস ঘর দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দরগাহপুর ইউনিয়নের রামনগর বাজারে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৯ জন আহত হয়েছে।
ঘর মালিক সাবেক ইউপি সদস্য মুজিবর রহমান জানান, ২০১৯ সালে একই গ্রামে আব্দুল মাজেদ সরদারের কাছ থেকে তিনি রামনগর বাজারের কাছে অফিস ঘরটি ক্রয় করেন। সেই থেকে তিনি ইউপি সদস্যের কার্যালয় হিসাবে ব্যবহার ও ভোগদখল করে আসছেন। গত ৫ আগষ্ট রামনগর গ্রামের মন্তাজ সরদারের ছেলে জাহিদুল সরদার, সাইদুল সরদার, কামরুল সরদার, আমিরুল সরদার, মনিরুল সরদার, সাইফুল সরদার ও খায়রুল সরদার, মৃত্যু কোরবান সরদারের ছেলে কামরুল সরদার, আফিল সরদারের ছেলে কাদের সরদার, মুজিবুর সরদারের ছেলে রবিউল সরদার, বাবর আলী সরদার এর ছেলে হাকিম সরদার, আজিম উদ্দিন সরদারের ছেলে সাকাত সরদার, মোস্তফা সরদারসহ আরো অনেকে অফিসটি জবর দখল করে নেয়। এব্যাপারে থানা ও বিএনপি নেতাদের নিয়ে কয়েকবার বসবাসির মাধ্যমে মিটমাট হয়। প্রতিপক্ষ ঘর ছেড়ে দিতে রাজী হলেও পরে তালবাহানা করে আসছিল। শনিবার সন্ধ্যায় ঘরের তালা চাবি দেওয়ার কথা হলে ঘটনাস্থলে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দখলকারীরা আক্রমন করে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন রজব আলী ফকিরের ছেলে টুটুল ফকির, নুরুল আমিন গাজীর ছেলে আনোয়ারুল, মৃত মান্দার গাজীর ছেলে আজিজুল গাজী, মৃত জনাই গাজীর ছেলে সাত্তার গাজী। আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তির পর টুটুল ও আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে সাতক্ষীরায় রিফার করা হয়। ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, অপর পক্ষের হাকিম, আকাত, জাহিদুল, সাইদুল ও নুর ইসলাম আহত হয়েছে। তবে প্রতিপক্ষের একাধিক মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।