প্রেস বিজ্ঞপ্তি: আল শাহারিয়া নিশানের নতুন ভিডিও গান “জানি তুমি” ।
ইৎড়ঝ ঈৎবধঃরড়হ ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও দেখা যাবে। গীতিকার রবিউল আউয়ালের লেখা ও নিজের করা সুরে তিনি গানটি গেয়েছে। কারিগরি সহযোগী হিসেবে, মিউজিক মিক্স মাস্টারিং : ইফতি সাম চৌধুরী; ভিডিও নির্মাতা : এন এইচ হাসিব; ক্যামেরায় : শাহরিয়ার শাকিল ও সার্বিক সহযোগীতায়: সৌমদীপ্ত সানা ও আরিয়ান চৌধুরি কাজ করেণ। আল শাহারিয়া নিশান সাতক্ষীরা শামীমা পারভীন রত্না পরিচালিত বর্ণমালা একাডেমীর ছাত্র ও অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পীর পুত্র। আল শাহারিয়া নিশান ২০২০ সালে সাতক্ষীরা সারকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করে সাতক্ষীরা দিবা নৈশ কলেজে একাদশ শ্রেনীর ছাত্র। তার আরও একটি গান ইতোপূর্বে প্রকাশ হয়। যার নাম “কপাল পোড়া”। দুটি গানই ইউটিউব চ্যানেল BroS Creation দেখা যাবে। আল শাহারিয়া নিশান সকলের কাছে দোয়া প্রার্থী।