নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বিকালে সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা ঈদগাহ মাঠে সাবেক ইউপি সদস্য আব্দুল গনির সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরার উন্নয়ন ও স্মার্ট সাতক্ষীরা করতে আমাকে একটিবার ঈগল প্রতীকে ভোট দেবেন। আমার এই গল্পটিকের বিজয় ঠেকাতে ব্যাপক মিথ্যাচার করছে একটি চক্র। আমার নেতাকর্মীদেরকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। যারা মিথ্যাচার করে তারা কিভাবে জনগণের উন্নয়ন করবে। আপনারা সজাগ থাকবেন এবং কারো মিথ্যা প্ররোচনায় পড়বেন না। এই ভোমরা স্থল বন্দরকে আধুনিকায়ন করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি দশ বছর আপনাদের এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছি এবং জনগণের পাশে থেকেছি। আমাকে যোগ্য মনে হলে নিশ্চয়ই আপনারা আমার ঈগল প্রতীকে ভোট দেবেন। মহান আল্লাহর রহমতে আপনাদের ভোট দোয়া ও ভালবাসায় ইনশাল্লাহ আবারও আমি এমপি নির্বাচিত হব। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিক লীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, সাবেক পৌর কাউন্সিলর আসাদ আহমেদ অনজু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এহসান হাবীব অয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, মো. দেলোয়ার হোসেন, কামরুজ্জামান ভুট্টো, এডভোকেট সাইদুজ্জামান জিকো, সাইদুর রহমান অপু, ভোমরা ইউনিয়নের ইউপি সদস্য মো. নেছারুল্লাহ আল মামুন, মো. আসাদুল ইসলাম খোকন, মন্টু ইসলাম, মহাসীন, পৌর ২নং আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিতরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।