
স্টাফ রিপোর্টার, দেবহাটা: সদর উপজেলার আলীপুরে জমি জায়গা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকাল আনুঃ ৪টায় আলীপুর বুলারআটী গ্রামে এ ঘটনাটি ঘটে। হামলায় গুরুত্বর আহত ব্যক্তি হলেন আলীপুর বুলারআটী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত. আবুল কালাম আজাদের জ্যোষ্ঠ পুত্র ইমরান হোসেন সুপ্ত(৩০)। বর্তমানে সে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলার বাদী আহত ইমরান হোসেনের মা কামরুন্নাহার জানান, সদরের মাহমুদপুর মৌজায় তাদের জমিতে একই এলাকার আদর আলীর পুত্র মোসলেস আলী(৬০) ও তার স্ত্রী খোদেজা খাতুন(৫০) সহ অজ্ঞাত কিছু লোকজন জোর পূর্বক দখলের চেষ্টা করে। তারা আমাদের জমিতে জোর পূর্বক পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে থাকলে আমার ছেলে ইমরান হোসেন তাদের বাঁধা দেয়। এ সময় আসামীরা কথা কাটা কাটির এক পর্যায়ে আমার ছেলেকে বেধড়ক মারপিট সহ তার মাথায় হাশুয়া দিয়ে কোপ মেরে গুরুত্বর জখম করে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা রজ্জু হয়েছে, মামলা নং-২৪৩(সাতঃ) তাং-৯/১০/২০২১।