প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক শেখ আব্দুর রশিদ’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শেখ আব্দুর রশিদ’র মাতা জাহানারা বেগম (কদম) রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৩টা ৪০ মিনিটের শহরের সুলতানপুরস্থ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। রবিবার রাতে বাদ এশা নামাজে জানাযা শেষে কালিগঞ্জের দর্গাপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে সাতক্ষীরাসহ তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এমপি রবি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।