হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন সফল এবং মহান বিজয় দিবস পালন করতে নবগঠিত কালিগঞ্জ উপজেলা আওয়াসী লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটোর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডিএম, সিরাজুল ইসলাম, সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম, এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুলসহ উপজেলার ১২ ইউনিয়ন আ‘লীগের সভাপতি ও সাধারণ সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। সভায় ১২ ডিসেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য কাউন্সিলার নির্বাচন ও সভায় নেতাকর্মীদের অংশ গ্রহনসহ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে নানান কর্মসূচি গ্রহন করা হয়।