নিজস্ব প্রতিবেদক: নতুন নতুন নাট্য শিল্পি তৈরী এবং পরিবার, সমাজ ও দেশের সমস্যা গুলো মঞ্চ নাটকের অভিনয়ের মাধ্যমে জনসম্মুখে তুলেধরার লক্ষ্যে আলিপুর তরুণ নাট্য সংস্থার কমিটি গঠন করা হয়েছে। ২৬ শে মার্চ শুক্রুবার রাত ৮টায় আলিপুর হাটখোলায় বিশিষ্ট নাট্য শিল্পি বাবু অতুল কুমার ঘোষের সভাপতিত্বে সর্ব সম্মতিক্রমে আলিপুর তরুন নাট্য সংস্থার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতিবাবু অতুল কুমার ঘোঘ, সিনিয়র সহ-সভাপতি বাবু প্রাণনাথ দাশ, সহ-সভাপতি শহীদ শাহাজী, সাধারন সম্পাদক রামপ্রসাদ রাকেশ, যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, দল ব্যবস্থাপক বাসুদেব বিশ^াস, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ মনির হোসেন, দপ্তর সম্পাদক বিশ^জিত সরকার, প্রচার সম্পাদক সোহারাব হোসেন, নাট্য পরিচালক অহিদুজ্জামান ওয়াদুদ, নাটক নির্দেশক মফিজুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য অনুপম রায় চৌধুরী শিল্পী, এম সিরাজ, গোবিন্দ বাবু, প্রভাষ ঘোষ, অধির ঘোষ ও বিক্রম মল্লিক।