
স্টাফ রিপোর্টার, দেবহাটা: সদর উপজেলার আলিপুর ইউনিয়নের শিবপুর গ্রামের পৈত্রিক সম্পত্তির পাঁচিল ভেঙে জমি দখলে বাঁধা দেওয়ায় এক ব্যবসায়ী সহ ৩জনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে সদর থানার পুলিশ এসে উদ্ধার করে। স্থানীয়রা এ্যাম্বুলেন্সে যোগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন শিবপুর গ্রামের মৃত শামছুর মোড়লের ছেলে সাইদুজ্জামান(৩৮) তার স্ত্রী রেশমা খাতুন (৩৪) ও ছোট চাচা জিয়াদ আলী (৪৮)। ঘটনাটি ঘটেছে ০৩/১২/২১ তারিখে রাত্র আনুঃ ০৪.০০ঘটিকার সময়। এব্যাপারে ০৪/১২/২১ তারিখে সাইদুজ্জামান বাদী হয়ে সদর থানায় ৮জনকে আসামী করে একটি মামলা করে। যার মামলা নং ১১। আসামীরা হলেন একই গ্রামের ইমান আলী মোড়লের দুই ছেলে ১. ওলিউল্লাহ(২৮), ২. হাবিবুল্লাহ (৩০), ৩. ইমান আলী মোড়ল (৫০), ৪. হাসান (৫০), ৫. শাহাদাত হোসেন (৩৬), ৬.কামাল হোসেন (৩৫), ৭. আম্বির আলী (৪৮), ৮. কলিম (৩৮)। মামলার বাদী সাইদুজ্জামানকে গাছে বেঁধে ধারালো দা দিয়ে পায়ে কুপিয়ে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করার সময় তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী রেশমা খাতুনকে মাথায় কোপ মারিয়া হাড় কাটা গুরুত্বর জখম করে ও জিয়াদ আলীকে মারপিট করে জখম করে। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মামলার ৮দিন পর ১২ডিসেম্বর বেলা ৩টার সময় সাতক্ষীরা ইসলামী ব্যাংক, তুফান কোম্পানির মোড় থেকে সাতক্ষীরা সদর থানার পুলিশ মামলার ১নং আসামী ওলিউল্লাহকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।