নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সদরের আলিপুর ইউনিয়ন শাখার আয়োজনে গ্রাম ডাক্তারদের করোনা (কোভিড-১৯) বিষয়ক প্রশিক্ষন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় মাহমুদপুর বাজারস্থ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে আলিপুর ইউনিয়ন সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহমুদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জি.এম আঃ রাকিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার সমাজ সেবা সম্পাদক গ্রাম ডাঃ শফিকুল ইসলাম ও সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক গ্রাম ডাঃ এম.এ হাসান।এসময় আরোও উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাঃ আকতারুল ইসলাম, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম.এ ছাত্তার ও গ্রাম ডাঃ বিপীন বিহারী প্রমুখ। পরিচয়পত্র প্রদান কালে প্রধান অতিথি বলেন, গ্রাম ডাক্তাররা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দিনরাত ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানবতার বিপদে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। সেবার সাথে সাথে গ্রাম ডাক্তাররা করোনা সংক্রমন প্রতিরোধে জন সচেতনতা গড়ে তুলে স্বাস্থ্যবিধি মোতাবেক চলার পরামর্শ দিতে পারেন।