স্পোর্টস ডেস্ক :
ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েজরার মতো প্রতিভাবান ফুটবলার বেরিয়ে এসেছে লাতিন আমেরিকা থেকে। আর এইসব ফুটবলারদের কিনতে ওতপেতে থাকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যেই ব্রাজিলের নতুন বিস্ময় বালক এন্দরিক ফেলিপেকে কিনেছে তারা। ব্রাজিলের পর এবার তাদের চোখ আর্জেন্টিনায়।
ব্রাজিলের নতুন বিস্ময় বালক এন্দরিক ফেলিপে।
আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের হয়ে খেলে থাকেন ১৭ বছর বয়সী ক্লাউদিও এচেভেরি। ইউরোপীয় মিডিয়া 'নতুন মেসি' নামে পরিচিত এই তরুণ ফুটবলার। আর এই নতুন মেসিকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। শুধু মাদ্রিদ না, 'নতুন মেসি'কে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো ক্লাবগুলো।
‘নতুন মেসি’ ক্লদিও এচেভেরি।
দলবদল–বিষয়ক সংবাদমাধ্যম ‘ফিচাহেস’ বলছে, 'রিভারপ্লেটের এই বিস্ময় বালকের ওপর পাখির চোখ করে রেখেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও পিএসজি। আসছে গ্রীষ্মকালীন দলবদলেই এচেভেরির জন্য হতে যাচ্ছে স্প্যানিশ, ইংলিশ ও ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের ত্রিমুখী লড়াই।'