নিরঞ্জন সরকার
অফিস থেকে ফিরলে বাড়ি
নেয় না তুলে কোলে ,
কাছে গেলেই মুখ ঘুরিয়ে
যাচ্ছে দূরে চলে ।
খাওয়ার সময় এক ঘরেতে
খেতাম সবাই মিলে ,
রাখো কেন মা বাবার ভাত
অন্য ঘরে তুলে ।
এক মুঠো ভাত দেয় না তুলে
আমার ছোট্ট গালে ,
অফিসে যায় মুখ লুকিয়ে
যায় না আমায় বলে ।
আমি ঘুমাই এক ঘরেতে
অন্য ঘরে বাবা,
কে করবে আজ বলো মা তুমি
আমার বাবার সেবা ।
কে করেছে নিষেধ মাগো
বাবার কাছে যেতে ,
সে কি কভু চায় না মাগো
বাবার সঙ্গ পেতে ।
বাবা' ই হলো খেলার সাথী
আমার প্রাণের প্রাণ ,
বলো মা তুমি আমার বাবা
রাগ করেছে কেন।