
নিজস্ব প্রতিবেদক: ‘আমার এমপি ডট কম’ এ বাংলাদেশ জাতীয় সংসদের ১০৬ নং সাতক্ষীরা সদর ০২ আসনের এমপি রবি’র অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক কাজী আতিক। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ০৫/০১/২০২০ তারিখে তার অফিসিয়াল প্যাডে কাজী আতিককে তার সংসদীয় আসনের উন্নয়ন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাস্থাপন করার জন্য সুপারিশ করেছেন। সংসদ সদস্যদের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এগিয়ে চলেছে ‘আমার এমপি ডট কম’ এ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিদের সার্বিক কর্মকান্ডের খোঁজ রাখতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধিদের সঙ্গে জনসাধারণের যোগাযোগকে আরো সহজতর করে তুলতে এ উদ্যোগ। ‘আমার এমপি ডট কম’ এ গিয়ে দেশের যে কোন নাগরিক সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ পাবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে গিয়ে যে এমপিকে প্রশ্ন করতে ইচ্ছুক সেই এমপিকে খুঁজে বের করে প্রশ্ন করা যাবে। প্রশ্নকারীর উত্তর দিতে সাহায্য করবেন ‘আমার এমপি ডট কম’ এর অ্যাম্বাসেডর। মূলত অ্যাম্বাসেডরগণ ‘আমার এমপি ডট কম’ এর কর্তৃপক্ষের প্রতিনিধি হয়ে সংশ্লিষ্ট সংসদীয় আসনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। সাংবাদিক কাজী আতিক ‘আমার এমপি ডট কম’ এ সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়ায় এমপি রবি ও ‘আমার এমপি ডট কম’ এর সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সেই সাথে সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
কাজী আতিক দৈনিক আজকের সাতক্ষীরার ব্যুরো চীফ ও সাপ্তাহিক ইচ্ছেনদীর স্টাফ রিপোর্টার।