
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, আমাদের মধ্যে যতই টানাপোড়েন থাকুক একাকীত্ব থাকুক বিষন্নতা থাকুক আমাদের সব সময় আনন্দ উচ্ছল থাকার চষ্টা করতে হবে। কারণ দিন শেষে জীবন মানে উৎসব। তিনি জীবনের উচ্ছলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আরো বেশী মুখরীত হোক এই প্রত্যাশা করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে যে যেখানে কর্মরত আছি তাঁর জীবনের সেরাটা উপহার দিতে হবে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষা ও গবেষনার জন্য কাজ করেনা, এটা জাতির নেতৃত্ব গঠনেও ভ‚মিকা রেখে চলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার শহরের মোজাফাফার গার্ডেনে দিনব্যাপী অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ শেষে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, রোজ বাবু, রতœাসহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। একটি অন্যরকম ভালোলাগা ও নর্স্টাজিক আবহ নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।