
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার অন্যতম বিনোদন কেন্দ্র রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলাম, প্রভাষক রবিউল ইসলাম প্রমুখ। আমাদের টিম মানবিক পরিবারের উপ-পরিচালক দিলিপ দাসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই মাহাবুব আলম, সদর ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুবুর রহমান বাবলু, আজগর আলী, মাধবী রানী, জাহানার বেগম, রেহেনা পারভীন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হারুন-অর রশীদ, উপ-পরিচালক মারুফ বিল্লাহ, এসএম ইমরুল কায়েস, শুভঙ্কর রায়, প্রসেঞ্জিত বিশ্বাস, রেজউল ইসলাম, সহকারী পরিচালক আল-আমিন, ইয়াসিন খান সহ বিভিন্ন পর্যায়ের সদস্য ও উপদেষ্টাগন। অনুষ্ঠানে বিগত এক বছরে বিশেষ কাজে অবদান রাখায় ১০ ক্যাটাগরীতে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সর্বচ্চো মানবিক কাজে অবদান রাখায় নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম ও সর্বচ্চো সাংগঠনিক কাজে অবদান রাখায় উপ-পরিচালক দিলিপ দাসকে বিশেষ সম্মননা প্রদান করা হয়। উল্লেখ যে, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আত্নমানবতার সেবায় মানবসেবায় অসংখ্য কাজ করে যাচ্ছে।

