নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী বলেছেন, সমাজের অধিকার বঞ্চিত অসহায় নির্যাতিত দরিদ্র মানুষকে বিনামূল্যে আইনি সেবা দিতে কাজ করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস। সরকারের এই সেবামূলক উদ্যোগকে বিচারপ্রার্থী জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে। তিনি আরও বলেন, লিগ্যাল এইড অফিস একজন বিচারকের মধস্থ্যতায় বিরোধে জড়িয়ে পড়া দুই পক্ষকে আপোষের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে প্রসংশনীয় ভূমিকা পালন করে চলেছে। আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগকে এগিয়ে নিতে হবে।
বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, সিভিল সার্জন ডা. সজিবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান।
[caption id="attachment_58349" align="alignnone" width="730"] সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার এবং সহকারী জজ মনিরুল ইসলাম এর সাতক্ষীরাতে যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে তাঁকে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী।[/caption]
এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাহিদুল আজাদ, পিপি এড. আব্দুল লতিফ, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, এড. মুহা: মুনিরুদ্দীন, সাকিবুর রহমান বাবলা, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
সভায় বিগত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক গৃহীত কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের ব্যাপারে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সহকারী জজ মনিরুল ইসলাম।