প্রেস বিজ্ঞপ্তি: ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা ম্যানগ্রোভ হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা উদ্যোগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, নাগরিক কমিটির আহবায়ক মো. আজাদ হোসেন বেলাল, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক দক্ষিনের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ইলাহি, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ, বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান, বারসিক প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার. বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগম, সহ-সভাপতি শামিমা সুলতানা, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র প্রমুখ।