নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারী মাসে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক তাত্তি¡ক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। বুয়েট, ঢাবিকে পেছনে ফেলে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ‘ফার্মিনেফ’ দলটি সারাবিশ্বের মধ্যে ১৫ তম স্থান অধিকার করে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলার মধ্যে ঢাবি, বুয়েট, রাবি, চবি, এমআইএসটি, ও সাস্টে’র দলগুলো প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ফার্মিনেফ’ দলটি প্রথম স্থান অধিকার করেছে। দলটির ৫ জন সদস্যের সবাই পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা হলেন, আসিফ ইকবাল, তাহসিন আহমেদ অতশী, মো. নাঈম রিফাত, মো. লাবিব হোসেন খান ও নওরিন নুরাইন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এলিয়েনস অফ ভেনাস’ দলটি দ্বিতীয় ও ‘স্কাইরমিওন’ নামক আরো একটি দল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
সারাবিশ্বের মধ্যে আমেরিকার এমআইটির (ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি) “স্ফেরিকাল কাউ” দলটি প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়।
সারাবিশ্বের স্নাতক পর্যায়ের পদার্থবিজ্ঞানে অনুরাগী শিক্ষার্থীদের কে তাত্ত্বিক পদার্থবিদ্যায় গবেষণা করতে আগ্রহী করার উদ্দেশ্যে ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক এই অলিম্পিয়াড যাত্রা শুরু করে।
এটি একটি দলগত প্রতিযোগিতা। প্রত্যেক দলে সর্বোচ্চ ৫ জন থাকার সুযোগ রয়েছে। সাধারণত ৬ থেকে ৭ টি তাত্তি¡ক পদার্থবিজ্ঞান এর জটিল সমস্যা সমাধান করতে দেয়া হয় এবং ২৪ ঘন্টার মধ্যে সমস্যাগুলোর সমাধান জমা দিতে হয় এই অলিম্পিয়াডে।
ক্যাপশন: আন্তর্জাতিক তাত্তি¡ক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশে ১ম ও বিশ্বে ১৫ তম স্থান অধকাকারি দলের সদস্য (উপরে বাঁ থেকে) আসিফ ইকবাল, তাহসিন আহমেদ অতশী, মো. নাঈম রিফাত, মো. লাবিব হোসেন খান ও নওরিন নুরাইন।