আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীরের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে খুনীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর এলাকাবাসীর আয়োজনে বিছট সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৯ সালে ৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরকে হত্যা করা হয়। আবু মুছা রনির সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য স ম আলমগীর আলম, শহীদ জাহাঙ্গীর হোসেনের বড় ভাই আলমগীর হোসেন, আনুলিয়া ব্লাড ব্যাংকের ফজলুর রহমান মাস্টার, সজল হোসেন, মাওলানা ওমর ফারুক তুহিন ও লিটন হোসেন। বক্তাগণ খুঁনিদের ফাঁসির দাবী করেন।