আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি লক্ষ টাকার ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভালুকা চাঁদপুর ভাই ভাই ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার বিকাল ৩ টিয় রাজাপুর মধ্যম একসরা চাঁদবিড়ীয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। রাজাপুর একসরা যুব সংঘের আয়োজনে খেলায় হাজীপুর ইয়ং স্টার ক্লাব বনাম ভালুকা চাঁদপুর ভাই ভাই ফুটবল টিম মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ভালুকা চাঁদপুর ভাই ভাই ফুটবল টিম ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা উদ্বোধন করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম। মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সহ সভাপতি মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আনুলিয়া ইউঃ বিএনপি আহবায়ক মাস্টার বসির আহম্মেদ, সদস্য সচিব সওকত হোসেন, উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রতাপনগর বিএনপি আহবায়ক শাহ আলম, খাজরা আহবায়ক বোরহান উদ্দীন বুলু, সদস্য সচিব ইউনুছ আলী, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, জাসাদ নেতা মির্জা আসাদ। খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর কবির, বরুন সানা, আজাদ কানন, আকবর আলী। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও মফিজুল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।