আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: আদালতের নির্দেশে নালিশী জমিতে কার্যক্রম বন্ধ করে দেন শ্যামনগর থানা পুলিশ। ২৪ ডিসেম্বর সকাল ১০টায় শ্যামনগর থানা পুলিশ সরেজমিনে গিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে এ আদেশ দেন। শ্যামনগর উপজেলার নকিপুর মৌজার এস এ ৯৩ নং খতিয়ানে এস এ ১৫৩ দাগে ৬৪ শতক জমির মধ্যে ০ ৩৭৫ শতক জমি পরিমল কর্মকার এর স্ত্রী গৌরী বালা কর্মকার ২৫৩৯ নং দলিলমুলে ক্রয় করে। উক্ত দলিলের ভিতরে উল্লেখ করা হয়েছে যে, জমি উত্তর দক্ষিণ লম্বা ৭ ফুট প্রসস্হ পথ। আমার বিক্রীত ০৩৭৫শতক জমির সম্মুখে পশ্চিম পাশে ৭ ফুট প্রসস্ত পথ। যাহা সকলের চলাচলের পথ হিসাবে ব্যবহার করিবে। অথচ গৌরী বালা কর্মকার ও তার স্বামী পরিমল কর্মকার চলাচলের পথ রোধ করে বিল্ডিং করার জন্য মাটির কাজ শুরু করে। এ ঘটনায় আবুল কালাম আজাদ সাতক্ষীরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পরিমাপ কর্মকার ও তার স্ত্রী গৌরীবালা কর্মকারকে বিবাদী করে ১৪৫ ধারায় ২৫৩৯/২২ নং মামলা করে। বিজ্ঞ আদালত রক্তক্ষয়ী সংঘাত এড়াতে ও শান্তি শৃংখলা রক্ষার জন্য শ্যামনগর থানা কে নির্দেশ দেন ও শ্যামনগর সরকারি কমিশনার ভূমিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। শ্যামনগর থানা পুলিশ গত ২৪ ডিসেম্বর স্বরেজমিনে গিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশে নালিশী জমিতে কার্যক্রম বন্ধ করলেন থানা পুলিশ
পূর্ববর্তী পোস্ট