এসএম আতিয়ার রহমান, মণিরামপুর থেকে: যশোরের মনিরামপুরে আড়ম্বরপূর্ণ পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানের এক কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলার নারী শিক্ষার শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত "ঐতিহ্যবাহী মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রধান সহকারী মোঃ অতিয়ার রহমানকে চাকরী জীবন শেষ হওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক অধ্যাপক আব্বাস উদ্দীন, বিদ্যুৎ রায়, মঞ্জু বিশ্বাস.এম আলা উদ্দীন, মাহমুদুল ইমরান, হিসাবরক্ষক আব্দুল আজিজ প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান সহকারীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বিদায়ী আতিয়ার রহমান ১৯৯৩ সালে কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সুনামের সাথে কর্মরত ছিলন।