নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের মোঃ জলিল গাইন এর পুত্র মিলন হোসেন (৩৫)এর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তার কিছু ছেলে আছে তাদের দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায় মাদক এর সাথে এরা জড়িত এবং সুদ এর ব্যবসা করে, কারো টাকা দিতে দেরি হলে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসা হয়। টাকা না দিলে মারধোর করা হয় তার বাহিনী দিয়ে, হাওয়ালভাঙ্গী বাজারে চা এর দোকানে ঘুরে যানাযায় মিলন যে ভাবে অত্যাচার শুরু করছে এবং তার ছেলে দের দিয়ে মাদকের ব্যবসা ও সুদের ব্যবসা করছে ভবিষ্যতে আমাদের ছেলেদের হুমকির মুখে পড়তে হবে। এখুনি একে থামানো উচিত। তার অফিস গভীর রাত পর্যন্ত খোলা থাকে এটা কিসের অফিস না মাদকের অফিস এই নিয়ে সচেতন মহল একটা আলোচনা সৃষ্টি হইছে।