
নিজস্ব প্রতিবেদক: আজিজ ফাউন্ডেশন ও সাতনদী পরিবারের উদ্যোগে চলমান গাছের চারা বিতরনের অংশ হিসেবে শনিবার ৬ হাজার কাগুজী লেবুর চারা বিতরন করা হয়েছে। ক‚ল্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুনাকরকাটি ও মাদারবাড়িয়া গ্রামের পাড়ায় পাড়ায় ২ হাজার লেবুর চারা বিতরন করা হয়। দুপুর একটা থেকে শুরু করে ২টা পর্যন্ত। দুপুর আড়াইটা থেকে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আগরদাড়ী গ্রামে ও ৭নং ওয়ার্ডের কচুয়া গ্রামে ১ হাজার চারা বিতরন করা হয়। অপরদিকে বিকাল চারটায় ৫নং ওয়ার্ডের গোবিন্দপুরে ৩ হাজার লেবু গাছের চারা বিতরন করা হয়। সাধারন মানুষ টোকেন সংগ্রহ করে ৩ হাজার লেবুর চারা গ্রহন করে। উক্ত চারা বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজ ফাউন্ডেশন ও সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক আজহারুল ইসলাম, সাংবাদিক সোহরাব হোসেন, বাদশা ও কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম মোড়ল।